
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভবিষ্যতে আর্থিকভাবে সুরক্ষিত থাকতে চাইলে বিনিয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার কাছে প্রচুর পরিমাণে অর্থ না থাকে, তাহলেও চিন্তার কোনও কারণ নেই। প্রতিদিন অল্প পরিমাণে সঞ্চয় করে আপনি ভাল অঙ্ক সঞ্চয় করতে পারেন। সরকারের এমনই একটি প্রকল্প হল পোস্ট অফিস রিকারিং ডিপোজিট। এই প্রকল্পটি একটি পিগি ব্যাঙ্কের মতো, যেখানে আপনাকে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করতে হবে। বদলে মিলবে নির্দিষ্ট হারে সুদ। পোস্ট অফিস রিকারিং ডিপোজিটে আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ। আপনি অল্প পরিমাণেও এতে বিনিয়োগ শুরু করতে পারেন।
পোস্ট অফিস রিকারিং স্কিম কী?
পোস্ট অফিস রিকারিং স্কিম হল একটি পাঁচ বছরের পরিকল্পনা। এতে, আপনি প্রতি মাসে অল্প পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারেন। এতে, আপনি বার্ষিক ৬.৭ শতাংশ হারে সুদ পাবেন।
প্রতিদিন ১০০ টাকা সঞ্চয়ের সুবিধা
প্রতিদিন ১০০ টাকা সঞ্চয় করলে, মাসে ৩,০০০ টাকা জমা হবে। তাহলে পাঁচ বছরে মোট জমা হবে ১,৮০,০০০ টাকা। মোট জমার উপর ৬.৭ শতাংশ হারে প্রাপ্ত সুদের হার আনুমানিক ৩৪,০৯৭ টাকা। মোট মেয়াদপূর্তির পরিমাণ ২,১৪,০৯৭ টাকা।
রেকারিং ডিপোজিটে ঋণ সুবিধা
যদি আপনার অর্থের প্রয়োজন হয়, তাহলে ১২টি কিস্তি পরিশোধ করার পর, আপনি জমার পরিমাণের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারেন। এর উপর সুদ রেকারিং ডিপোজিটের সুদের চেয়ে ২ শতাংশ বেশি হবে।
রেকারিং ডিপোজিট (আরডি) বাড়ানোর সুবিধা
যদি আপনি পাঁচ বছর পরেও আরডি-র সুবিধা নিতে চান, তাহলে আপনি পরবর্তী পাঁচ বছরের জন্য তা বাড়িয়ে নিতে পারেন। বর্ধিত অ্যাকাউন্টে একই সুদ পাওয়া যাবে যা অ্যাকাউন্ট খোলার সময় প্রযোজ্য ছিল। বর্ধিত অ্যাকাউন্টটি যেকোনো সময় বন্ধ করা যেতে পারে। এতে, আরডি অ্যাকাউন্টের সুদের হার পুরো বছরের জন্য প্রযোজ্য হবে এবং এক বছরের কম সময়ের জন্য সঞ্চয় অ্যাকাউন্টের মতো সুদ দেওয়া হবে।
উদাহরণস্বরূপ, যদি আপনি আড়াই বছর পরে বর্ধিত অ্যাকাউন্টটি বন্ধ করেন, তাহলে আপনি দুই বছরের জন্য ৬.৭ শতাংশ হারে সুদ পাবেন, যেখানে ৬ মাসের জন্য, আপনি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট অনুসারে চার হারে সুদ পাবেন।
মাঝপথে অ্যাকাউন্ট বন্ধ করার নিয়ম
তিন বছর পরেও রেকারিং ডিপোজিট (আরডি) বন্ধ করা যেতে পারে। কিন্তু যদি আপনি মেয়াদপূর্তির একদিন আগেও এই অ্যাকাউন্টটি বন্ধ করে দেন, তাহলে আপনাকে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সমান সুদ দেওয়া হবে। পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সুদের হার বর্তমানে চার শতাংশ।
মা-বাবার জন্য স্বাস্থ্যবিমা কিনছেন? মিলবে কর-ছাড় সুবিধা, জানুন বিস্তারিত
সন্তানের সুরক্ষিত ভবিষ্যৎ চাইছেন? মাসে ১০০০ টাকা করে জমালেই মিলবে এক কোটির বেশি
আর বেশি দিন নয়, এবার আপনার বাড়ির ডিজিটাল আইডি চালু হতে চলেছে
করদাতাদের জন্য বিরাট সুখবর, বড় ঘোষণা করল আয়কর বিভাগ
পোস্ট অফিসে টাকা জমাচ্ছেন? ভুলেও এই ভুল করবেন না, সুদের হার ২.৭ শতাংশ কমে যাবে!
ভরসা এআই! একলপ্তে আট হাজার কর্মী ছাঁটাই প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থার
কম টাকাতেই হবে স্বপ্নপূরণ, হাতে পাবেন এই বাইক
মহাকুম্ভে বিরাট লাভ করলেন কারা, নাম জানলে চোখ কপালে উঠবে
আপনার হাতে রয়েছে এসআইপি-র শক্তি, কামাল করবে ৬ হাজার টাকা
আপনার আয় কত হলে ভারতে আয়কর রিটার্ন দাখিল করতে হবে? জেনে নিন
আধার কার্ড হারিয়েছে? চিন্তা নেই, সহজেই মিলবে আধার নম্বর! জেনে নিন কীভাবে?
হোম লোনে বাঁচাতে পারেন ২০ লাখ টাকা, কীভাবে পরিকল্পনা করবেন দেখে নিন
‘ইক্কিস’-এ সেনা হয়ে বড়পর্দায় অগস্ত্য, ইনস্টা-স্টোরিতে পাশে সুহানা! প্রেমগন্ধে জমে উঠল সিনে-মহল
প্রতি মাসে মাত্র ৪৮০০ টাকা জমালেই হবেন কোটিপতি, কীভাবে? জেনে নিন
প্রতি মাসে পেনশন পাবেন ৬০ হাজার টাকা, বিনিয়োগ করতে হবে এখানেই